Duration 17:46

ঢাকা থেকে বালি ভ্রমণ গাইড ২ (যাতায়াত, থাকা, খাওয়া, ভিসা) | dhaka to bali indonesia bangla video

892 watched
0
17
Published 13 Jun 2020

​@thedreamerzaman ***** বালির প্রথম ভিডিওঃ /watch/4OHAaH4Ub3fUA (1st video of Bali with information) কিছু গুরুত্বপূর্ন তথ্যঃ - ঢাকা থেকে বালি বেশ কিছু এয়ারলাইন্স যায়। তবে কমের মধ্যে আরামদায়ক হলো মালিন্দো এয়ার। - বালিতে কোন ভিসা বা ভিসা ফি নেই। আপনি অন এরাইভাল ভিসা নিতে পারেন বালিতে পৌছানোর পর। বালিতে অন-এরাইভাল ভিসার লম্বা লাইন, তবে আপনার সাথে যদি শিশু বা বৃদ্ধ থাকে, তাহলে আলাদা একটা কাউন্টার আছে যেটা খালিই থাকে। সাথে বাচ্চা থাকার কারণে এই সুবিধাটা আমি পেয়েছি। - বালিতে ভ্রমণের জন্য আপনাকে বাংলাদেশ ও ইমিগ্রেশন এ নিচের ডকুমেন্ট গুলা লাগবে ১। আপনার পাসপোর্ট সাইজ ছবি (শেষ ৬ মাসের মধ্যে তোলা) ২। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৩। পাসপোর্ট ও পাসপোর্টের ফটোকপি ৪। ব্যাঙ্ক এর স্টেটমেন্ট। ( মিনিমাম ৬০হাজার টাকা ১ জনের জন্য, ১লাখ ২ জনের জন্য) ৫। ডলার এনডোর্সমেন্ট কপি (পাসপোর্ট এ থাকবে আবার সার্টিফিকেট ও দেয়া হবে।) ৬। হোটেল বুকিং ( Agoda.com/Booking.com এ বুকিং করে রাখবেন ) ৭। সবগুলা ডকুমেন্ট এর একাধিক কপি রাখবেন, যে কোনও জায়গায় লাগতে পারে। তবে মজার কথা হলো, আমি সবগুলার কপিই নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার একবারও কোথাও দেখাতে হয়নি। হয়তো সাথে বাচ্চা ছিলো এই জন্য। কোথায় থাকবেন (হোটেল খরচ সহ)? বালিতে, বিশেষ করে কুটা এরিয়াতে, আপনি খুবই কম টাকায় হোটেল পাবেন। বেশীরভাগ মানুষ কুটাতে থাকে, কারণ কুটাতে সব মার্কেট, চেইন শপ, লোকাল মার্কেট আছে এইজন্য। কিন্তু সেমিনায়েক, লেগিয়ান, উলুয়াটু, উবুদ এইসব জায়গাতে আবার হোটেল খরচ একটু বেশী, কারণ সাধারণত এখানে কাপল বেশী থাকেন, সেখানকার পরিবেশটাও হানিমুন টাইপ। - কুটাতে আপনি ১৫০০টাকা থেকে শুরু করে ১লাখ পর্যন্তও হোটেল পাবেন। বুকিং ডট কম অথবা আগোডা অ্যাপ থেকে দেখে নিতে পারেন। কুটায় থাকার আরেকটি সুবিধা হলো, কুটা থেকে যে কোনও যায়গায় যাওয়া যায়। - বালিতে প্রায় সবগুলা হোটেলেই ছোট বড় সুইমিং পুল আছে। এবং কোন বাধাধরা নিয়ম নেই যে ১ঘন্টা বা ২ঘন্টা থাকতে পারবেন। - বালির সব হোটেলেই সকালের নাস্তা রয়েছে। কিছু হোটেল এ হয়তো ২০০-৩০০টাকা বেশী দিয়ে নিতে হয় অথবা কমপ্লিমেন্টারি। - আমরা কোন হোটেল এ থেকেছি এবং প্রাইজ প্রথম বালি ভিডিওতে দেয়া আছে। ঘোরাফিরা বা ট্রান্সপোর্টঃ সাধারণ চলাচলের জন্য বালিতে গ্র্যাব(Grab) আছে যা আমাদের বাংলাদেশের উবার এর মতো। এছাড়া BlueBird নামে লোকাল ট্যাক্সি ও আছে। তবে আমার সাজেশন হচ্ছে গ্র্যাব নেয়া। ভাড়া অনেক কম, আপনি একা হলে স্কুটিতে করেও যেতে পারেন, খরচ অনেক কমে যাবে। এবং অবশ্যই এয়ারপোর্ট এ নেমে ট্যাক্সি নিবেন না, গলাকাটা দাম পড়বে। আমরা হোটেল এ যাবার জন্য যখন ট্যাক্সি নিচ্ছিলাম তখন ১০-১৫ডলার, মানে ৮৫০টাকা থেকে ১৩০০টাকার মতো চাচ্ছিলো। পরে গ্র্যাব কল করে এয়ারপোর্ট থেকে একটু বের হয়ে নিলাম, খরচ পড়লো মাত্র ১৬০টাকা, বুঝেন তাহলে!!? একদিনের জন্য যদি ঘুরতে বের হনঃ যদি আপনি একা এবং বাইক চালাতে পারেন, তাহলে বাইক পাবেন ৩০০-৫০০টাকায় সারাদিনের জন্য, তেল আলাদা। আর যদি আমার মতো পরিবার নিয়ে যেতে চান, তাহলে গাড়িভাড়া করতে পারেন। আমি TripAdvisor App থেকে ভালো রেটিং দেখে একজন থেকে ২বার গাড়ি ভাড়া করি। খরচ একদিন ৪.৫লাখ রুপি ও ৬লাখ রুপি (আনুমানিক ২৭০০টাকা ও ৩৫০০টাকা, সাথে ২বোতল খাবার পানি, কোনও আলাদা তেল এর খরচ নেই)। ড্রাইভারকে কোন আলাদা খরচ বা খাওয়া দিতে হবেনা, এমনকি আপনি দিলেও ওরা নিবেনা। দাম নির্ভর করে আপনি কতদুর যাচ্ছেন, কতগুলা যায়গায় যাচ্ছেন, কতক্ষনের জন্য গাড়ি রিজার্ভ নিচ্ছেন তার উপরে। কোথায় কোথায় ঘুরবেন? ভাইরে ভাই, বালিতে ঘোরার জায়গার অভাব নেই। শুধু বালিতে ঘুরতে চাইলে আপনাকে অন্তত ৪দিন সময় হাতে হবে, - উত্তর পুর্ব বালি (উবুদ, Monkey forest, ওদের বিশ্ববিখ্যাত Rice field, Mount Batur, Tirta Empul Temple) - উত্তর পশ্চিম বালি: Tanah Lot Temple (এটা খুবই সুন্দর জায়গা) , Batu bolong temple. - দক্ষিন বালি ( উলুয়াটু মন্দির, নুসা দুয়া, পাদাং পাদাং বিচ, ৩ডি জাদুঘর) - মধ্য বালিঃ The Gate of Heaven, Denpassar, Kuta square, Kuta area. Sanur beach. এছাড়াও বালির আশে-পাশে রয়েছে সুন্দর কিছু ছোট ছোট দ্বীপ। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গিলি আইল্যান্ড এবং নুসা পেনিদা। আপনি কুটা থেকেই বিভিন্ন প্যাকেজ পাবেন ঘুরতে যাবার। গিলি আইল্যান্ড এ ৩৫০০-৪০০০টাকাতে আপনাকে আপনার হোটেল থেকে নিয়ে বোটে করে গিলি পৌছে দেয়া থেকে শুরু করে আবার বালিতে ফেরানো পর্যন্ত। গিলিতে আপনি ২০০০-৩৫০০ এর মধ্যে খুব ভালো হোটেল পেয়ে যাবেন। নুসা পেনিদা তে ৪০০০-৫০০০টাকাতে আপনাকে আপনার হোটেল থেকে নিয়ে বোটে করে নুসা পেনিদা নিয়ে, ওখানে গাড়ীতে করে ঘুড়িয়ে, দুপুরের খাওয়া এবং আবার বালিতে আপনার হোটেল এ ফেরানো পর্যন্ত (অথবা কুটা স্কয়ার এ নামিয়ে দিবে) । আশা করি তথ্যগুলো কাজে দিবে। My Other videos/ আমার অন্যান্য ভিডিও গুলোঃ - ঢাকা টু থাইল্যান্ড গাইড : 05 | bamboo island: /watch/ks1CSpCk4CnkC - ঢাকা টু থাইল্যান্ড গাইড : 04 | ফি ফি আইল্যান্ড /watch/Q0S2nsMQxLNQ2 - ঢাকা টু থাইল্যান্ড গাইড : 03 | ফুকেট বাংলা রোড /watch/4b92nMGPWd-P2 - ঢাকা টু থাইল্যান্ড গাইড : 02| budget travel /watch/MLrofb41Vwz1o - ঢাকা টু থাইল্যান্ড গাইড : 01| Dhaka to phuket thailand bangla ​: /watch/kLyXfxbQoZpQX - Big Buddha drone video: /watch/0CvG52XuEOauG - Phi Phi Island drone video: /watch/A3Nlgue0AW20l Music (NCS versions): Disfigure-Blank Rae Amazon Island-Crish Dondeli #dhaka #bali #bangladesh #tour #video #travel #bali #youtubechannel #youtuber #youtube #youtubevideo #youtubevideos #youtubevide #youtubeviral #youtubeviralvideo #shorts #short #shortvedio #dhakatobarisal #dhakatochandpur #dhakatobali #dhakatothailand

Category

Show more

Comments - 5